Wednesday, December 2, 2015

যে তিনটি কারণে বিশ্ব একাদশে স্থান পেয়েছেন মুস্তাফিজ


ক্রিকেটের আন্তর্জাতিক সংস্থা (আইসিসি) ২০১৫ সালের জন্য টেস্ট ও ওয়ানডের দুটি আলাদা বিশ্ব একাদশ ঘোষণা করেছে। বুধবার আইসিসি টেস্ট ওওয়ানডে দলের ক্রিকেটারদের নাম ঘোষণা করে। এতে ওয়ানডে একাদশে সুযোগ পেয়েছেন বাংলাদেশের বাঁ হাতি পেসার মুস্তাফিজুর রহমান।এর আগে, ২০০৯ সালে প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টের বিশ্ব একাদশে সুযোগ পেয়েছিলেন সাকিব আল হাসান।এ বছর আইসিসির ক্রিকেট কমিটিরচেয়ারম্যান অনিল কুম্বলের নেতৃত্বাধীন একটি বিশেষ প্যানেল বিশ্ব একাদশ নির্বাচনের দায়িত্ব পালন করেন। ওই প্যানেলের অন্যান্যদের মধ্যে ছিলেন সাবেক ওয়েস্ট ইন্ডিয়ান ফাস্ট বোলার ইয়ান বিশপ, সাবেক ইংলিশ ব্যাটসম্যান মার্ক বুচার ও অস্ট্রেলীয় নারী ক্রিকেট দলের সাবেক অধিনায়ক বেলিন্ডা ক্লার্ক। এই কমিটিতে সাংবাদিক প্রতিনিধি হিসেবে ছিলেন ভারতের দ্য হিন্দু পত্রিকার উপ-সম্পাদক জি বিশ্বনাথ।মুস্তাফিজ তার ক্যারিয়ারে এখন পর্যন্ত মাত্র ৯টি ম্যাচ খেলেছেন। এতো কম ম্যাচ খেলেও মূলত তিনটি কারণে মুস্তাফিজ বিশ্ব একাদশে জায়গা করে নিয়েছে। কারণগুলো হলো-১। মুস্তাফিজ তার জীবনের প্রথম সিরিজেই ভারতের বিপক্ষে তুলে নিয়েছিলেন রেকর্ড ১৩ উইকেট। এর মধ্যে পরপর দুই ম্যাচে আছে দুটি পাঁচ উইকেট-কীর্তি। এখনো পর্যন্ত তাঁর উইকেট সংগ্রহের যে হার, তাতে দেখা যাচ্ছে প্রতি ১৭.৩ বল পর তিনি উইকেট পেয়েছেন একটি করে।২। তিনি ৯টি ম্যাচ খেলে তুলে নিয়েছেন ২৬টি উইকেট। যার গড় মাত্র ১২.৩৪।৩। তৃতীয় কারণটি হলো- ‘কাটার’ নামের এক বিশেষ অস্ত্র আবিষ্কার করেছেন তিনি। যা এখনবিশ্ব ক্রিকেটে তাবৎ ব্যাটসম্যানের জন্যই আতঙ্কের নাম।এবছর ওয়ানডের জন্য নির্বাচিত বিশ্ব একাদশে মুস্তাফিজের সতীর্থেরা হলেন-
1.তিলকরত্নে দিলশান (শ্রীলঙ্কা)
2.হাশিম আমলা (দক্ষিণ আফ্রিকা)
3.কুমার সাঙ্গাকারা (শ্রীলঙ্কা)
4.এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা)
5.স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
6.রস টেলর (নিউজিল্যান্ড)
7.ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড)
8.মুস্তাফিজুর রহমার (বাংলাদেশ)
9.মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া),
10.মোহাম্মদ শামি (ভারত)
11.ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।

Monday, November 30, 2015


প্রস্তাবিত কুমিল্লা বিভাগ

কুমিল্লা বিভাগ
প্রস্তাবিত বিভাগ
প্রস্তাবিত কুমিল্লা বিভাগ
প্রস্তাবিত কুমিল্লা বিভাগ
দেশ বাংলাদেশ
আসনকুমিল্লা
আয়তন
 • মোট১২৮৪৮.৫৩ কিমি (৪৯৬০.৮৫ বর্গমাইল)
জনসংখ্যা (২০১১)
 • মোট১,৬৭,০৮,০০০
 • ঘনত্ব১৩০০/কিমি (৩৪০০/বর্গমাইল)
সময় অঞ্চলবিএসটি (ইউটিসি+৬)
আইএসও ৩১৬৬ কোডBD-B

কুমিল্লা বিভাগ বাংলাদেশের মধ্য-পূর্বাঞ্চলের প্রস্তাবিত একটি বিভাগ। কুমিল্লা বিভাগের সদরদপ্তর কুমিল্লা শহরে অবস্থিত। এটি নিম্নলিখিত জেলা সমূহ নিয়ে গঠিত হবেঃ

Wednesday, November 25, 2015

আমির খান: আমি ভারত ছেড়ে যেতে চাই না!


ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে মুখ খুলে প্রবল সমালোচনার মুখে পড়েছেন বলিউড অভিনেতা আমির খান। সমালোচনার বিপরীতে ভারত ছেড়ে যাওয়ার কোনো ইচ্ছাই নেই বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন আমির খান। এর আগে তিনি তাঁর স্ত্রী দেশ ছেড়ে যেতে ইচ্ছুক বলে মন্তব্য করেছিলেন।দেশজুড়ে প্রবল সমালোচনা মুখে আমির খান একটি বিবৃতি দিয়েছেন। বিবৃতিতে তিনি বলেন, প্রথমেই জানিয়ে রাখি আমার, বা আমার স্ত্রী কিরণের, কারোরই দেশ ছাড়ার কোনো প্রশ্নই ওঠে না। কোনোদিন দেশ ছেড়ে যাইনি, ভবিষ্যতেও কোনোদিন দেশ ছেড়ে যেতে চাই না।যারা আমিরের সমালোচনা করছেন তাঁদের উদ্দেশে আমির বলেন, যারা উল্টো কথা বলছেন তারা হয়আমার সাক্ষাত্কার শোনেননি, অথবা উদ্দেশ্য প্রণোদিতভাবেআমার বক্তব্যকে বিকৃত করতে চাইছেন। ভারত আমার দেশ। আমি দেশকে ভালবাসি। আমি এ দেশে জন্মে নিজেকে ধন্য মনে করি। আমি সাক্ষাৎকারে যা বলেছিলাম তাতেই অটল থাকছি।আমিরকে উদ্দেশ করে গালাগাল করা ব্যক্তিদের লক্ষ্য করে তিনি বলেন, যারা আমাকে দেশদ্রোহী বলছেন, তাদের আমি বলতে চাই, আমি ভারতীয় হওয়ার জন্য গর্বিত। সেজন্য আমার কারো অনুমতি বা সার্টিফিকেটের প্রয়োজন নেই।আমি আমার মনের কথাই বলেছি। এ নিয়ে যারা গালাগালি করছেন, আমার দুঃখ হচ্ছে তারা আমার কথাই সত্যি বলে প্রমাণ করছেন।উল্লেখ্য, গত সোমবার দিল্লিতে এক অনুষ্ঠানে ভারতের বর্তমান ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে কথা বলেন আমির খান। ওই বক্তব্যে তিনি দেশের বর্তমান অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাঁর ওই বক্তব্যের পর হিন্দুত্ববাদীমহল থেকে তাঁকে উদ্দেশ করে তীব্র কটাক্ষ করা হয়।

Tuesday, November 24, 2015


অবশেষে খুলতে যাচ্ছে ব্লক হওয়া ফেসবুক সহ অন্যান্য সামাজিক মাধ্যম গুলো। 

গত ১৮ নভেম্বর হটাত করেই বন্ধ করে দেওয়া হয় ফেসবুক,ভাইবার,হোয়াটঅ্যাপস,ইমো সহ আরও অনেক গুলো সামাজিক মাধ্যম। পরবর্তীতে জানা যায় দেশের নিরাপত্তার কথা চিন্তাা করে  ওইসকল সাইট বন্ধ করে দেওয়া হয়েছে।
তবে আজকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাংবাদিকদের বলেছেন দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে। শিগগিরই খুলে দেওয়া হবে ফেসবুক সহ অন্যান্য সাইট। তিনি জানান ইন্টারনেট চালু আছে। দেশের প্রয়োজনে সাময়িকভাবে ফেসবুকসহ কয়েকটি সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ছিল। বন্ধ রাখার রেজাল্ট (ফল) পাওয়া গেছে। এখন সেগুলো খুলে দেওয়া হবে। তবে কবে নাগাদ খুলে দেওয়া হবে তা জানাননি তিনি।
গত ১৮ নভেম্বর আলি আহসান মুহাম্মাদ মুজাহিদ ও সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহাল রাখে আপিল বিভাগ আর এই রায় ঘোষণার পরপরই প্রায় দেড় ঘণ্টা বন্ধ থাকে ইন্টারনেট সেবা। এর পর ইন্টারনেট সেবা পুনরায় চালু করা হলেও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয় ফেসবুক, ভাইবার, হোয়াটঅ্যাপস, ইমো সহ আরও অনেক গুলো সামাজিক মাধ্যম।
কবে নাগাদ ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যম খুলে দেওয়া হবে—জানতে চাইলে গত শনিবার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বাংলাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকবে। তিনি বলেন, ‘সাময়িক নিরাপত্তার জন্য, জনস্বার্থ, জননিরাপত্তার স্বার্থে যতদিন বন্ধ রাখা প্রয়োজন, ঠিক ততদিনই বন্ধ থাকবে। যখন জননিরাপত্তা নিশ্চিত হবে এবং আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেটি নিশ্চিত করবে, তখনই আমরা এটা খুলে দেব।
আর গতকাল জাতীয় সংসদের ৮ম অধিবেশনে অনির্ধারিত আলোচনায় স্বতন্ত্র সংসদ সদস্য তাহজিব আলম চৌধুরী ফেসবুক সহ অন্যান্য সাইট খুলে দেওয়ার জন্য আহ্বান জানান।

Monday, November 23, 2015


বিপিএলে কেনো অনুপস্থিত আফ্রিদি- গেইল! 

উদ্বোধনী অনুষ্ঠানের পর মাঠের খেলাও দুদিন পাড়
করেছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)।দুই দিনে ম্যাচ হয়েছে চারটি। এরই মধ্যে ব্যাটে-বলে ঝলক
দেখিয়েছে দেশি-বিদেশি ক্রিকেটাররা। কিন্তু
ক্রিকেটের, বিশেষ করে টি-২০’র দুই বড় বিজ্ঞাপন শহীদ আফ্রিদি ও ক্রিস গেইল কেনও এখনো অনুপস্থিত?

জানা গেছে আরো অন্তত এক সপ্তাহ গেইল-আফ্রিদি চমক দেখতে পারবেন না দর্শকরা। জাতীয় দলের দায়িত্বের কারণে আসতে পারেননি আফ্রিদি। ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ সিরিজের জন্য সংযুক্ত আরব আমিরাতে আছেন বুমবুম। দলের টি-২০ অধিনায়কও তিনি। ইংলিশদের বিপক্ষে তিন ম্যাচের টি-২০ সিরিজ শুরু ২৬ নভেম্বর। শেষ হবে ৩০ তারিখে। ডিসেম্বরের আগে বিপিএলে দেখা যাবে না আফ্রিদিকে। তাই দর্শকদের সঙ্গে আরো প্রায় সপ্তাহ অপেক্ষা করতে হবে তার দল সিলেট স্টার্সকে।
গেইলের অবশ্য সেই সমস্যা নেই। এই মুহূর্তে কোনো
সিরিজ নেই ওয়েস্ট ইন্ডিজের। ইনজুরির কারণেই বরিশাল বুলসের সঙ্গে এখনো যোগ দিতে পারেননি গেইল। টুইটার থেকে জানা যায়, ইনজুরি থেকে সেরে উঠতে আরো প্রায় এক সপ্তাহ লাগবে তার। তাই আফ্রিদির সঙ্গে ডিসেম্বরেই হয়তো দেখা মিলবে ক্যারিবীয় ক্রিকেট দানবের।

Sunday, November 22, 2015


এইবার সুপার ফার্ষ্ট স্পিড এ একেবারে কম MB খরচ করে ফেসবুক চালান কোন ভিপিএন ছাড়া…

Unnamed
আপনারা সকলেই অবগত আছেন বাংলাদেশ থেকে ফেসবুক বন্ধ…
তবুও অনেকেই বিভিন্ন পন্থায় ফেসবুক ব্যবহার করছে… এমনকি আমাদের দেশের মন্ত্রীদেরও ফেসবুক চালাতে দেখা গেছে…। :3
তাহলে আমরা কেন থেমে থাকবো??
যাইহোক বিভিন্ন ভিপিএন এ রাক্ষুসের মতো ডাটা কাটার নজির দেখা গেছে… Background data restrict করলে ভিপিএন ই কাজ করছে না।
যার ফলে যারা কম ডাটায় ফেসবুক চালাতেন তারা পরেছেন বিপাকে…।
তাছাড়া বেশির ভাগ  ফ্রী ভিপিএন সফটওয়্যার এর স্পিড ও হয় কচ্ছপ গতির  :3
তাদের জন্যই আজ নিয়ে এলাম একেবারেই সহজ একটা সমাধান…
প্রথমেই নিচ থেকে 1 Mb এর লেটেষ্ট “Uc browser mini.apk” software টা ডাওনলোড করুন (বিঃদ্রঃ এইটা Uc browser না uc browser mini )

আপনারা এই অ্যাপটি ইচ্চা করলে এখান থেকে বা play store থেকে download করতে পারবেন। 
ডাওনলোড করে ইনষ্টল করুন এবার যেকোন সীম দিয়ে সুপার ফার্ষ্ট স্পিড এ  আরামসে ফেসবুক ব্যবহার করতে থাকুন ।
পোষ্টটি আপনার কাজে লাগলে ফেসবুকে/বন্ধুর সাথে  শেয়ার করতে পারেন… তাহলে হয়তো অনেকের ই ডাটা সেভ হবে এবং স্লো ভিপিএন এর প্যারা থেকে মুক্তি পাবে।

বিঃদ্রঃ সব সীমে টেষ্ট করা  হয় নাই….. যদি আপনার সীমে ট্রিকটা না কাজ করে কমেন্ট  সীম কোম্পানি এর নাম লিখুন।তবে আমি GP সীম দিয়ে ইউস করেছি।

আপনারা এই process aplay করে  যদি success হন,তাহলে অন্তত  একটা thank you দিবেন।

Saturday, November 21, 2015


এবার Facebook,Whatapp,Viberr চালান বাংলাদেশ থেকে।

অনেক টেনশেন এ আছেন, কারন আজকে দুপুর থেকে (বিটিআরসি) এর নির্দেশে অনিদৃষ্ট সময়ের জন্য  বন্দ হয়ে গেল Facebook, Whatsapp, Viberr।পরবর্তি নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই সকল সাইটে এক্সেস করা যাবে না।
তাই অনেকেই হয়ত এক্সেস করতে পারছেন না এই সব সাইট গুলায়।
সমস্যা নাই, এর ও সমাধান আছে। আসুন জেনে নেই কিভাবে কম্পিউটারে Facebook এবং মোবাইলে Whatsapp, Viberr, Line চালানো যাবে।
যারা পিসি ইউসার তারা এই পদ্ধতি অবলম্বন করুনঃ
এবার এই Extension টি ON করে দিন নিচের মত করে
[Mozilla Firefox]

[Google Chrome]
এটি একটি Proxy Extension। এটির মাধ্যমে যে কোন ব্লক সাইটে এক্সেস করা যাবে। এবার তাহলে পিসি তে Facebook চালান আগের মত।



এবার দেখে নিন কিভাবে মোবাইলে ব্যবহার করবেন Facebook, Viberr, Whatsapp:
অথবা
Download হয়ে গেলে Install করে নিন এবং Apps টি Open করে ON করে দিন।
এবার দেখুন আগের মতই Facebook, Whatsapp, Viberr, Line চলছে।
আশা করি এখন থেকে Facebook, Whatsapp, Viberr,Line চালাতে কারও কোন সমস্যা হবে না।

Wednesday, November 18, 2015


অবশেষে ফেইসবুক হোয়াটসএপ সহ আরো কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার!


আজকে দুপুর আড়াইটার দিকে প্রতি দিন এর মত মোবাইলে নেট চালু করলাম, তারপর ফেসবুকে ডূকার চেস্টা করলাম কিন্তু ডুকতে পারছিলাম না :(তারপর whatsapp এ ডুকার ট্রাই করলাম! কিন্তু সেখানেও একই সমস্যা!অতঃপর আমি ভাবলাম আমার সিমে সমস্যা হবে,কারন আমার ইন্টারনেটের শেষ দিন ছিল তাই। তারপর আমি মোবাইলে  এমবি ডুকালাম,   তারপরও দেখি একই সমস্যা,সবশেষে আমি গ্রামীনফোন এর অফিসে ফোন করি তারা বলে এই সকল সাইট নাকি সরকার বন্ধ করে দিয়েছে!  তারপর আমি অন্য সাইটে ডুকার চেষ্টা করলাম এবং ডূকে গেল! তারপর প্রথম আলোতে গিয়ে ফেসবুক বন্ধ নামে একটা সংবাদ দেখলাম ! এবং সব কাহিনী জানতে পারলাম।




ফেসবুক-ভাইবার-হোয়াটসঅ্যাপসহ সামাজিক যোগাযোগের কয়েকটি মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার। আজ বুধবার দুটি আলাদা নির্দেশনায় এ সব মাধ্যম বন্ধ করে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

তবে ইন্টারনেট বন্ধের বিষয়টি গুজব বলে উড়িয়ে দিয়েছে সংস্থাটি। যদিও বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত ইন্টারনেট সেবা বন্ধ ছিল।
বিটিআরসির উচ্চ পর্যায়ের সূত্র প্রথম আলোকে জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে বিটিআরসি এ নির্দেশনা জারি করেছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বন্ধের এ নির্দেশনা বলবৎ থাকবে।
বুধবার দুপুরে প্রথম নির্দেশনায় ফেসবুক, ম্যাসেঞ্জার, ভাইবার ও হোয়াটসঅ্যাপ বন্ধ করার নির্দেশনা দেয় বিটিআরসি। পরে আরেকটি নির্দেশনায় লাইন, ট্যাংগো, হ্যাংআউটসহ আরও কয়েকটি মাধ্যম বন্ধের কথা জানানো হয়।
একাধিক মুঠোফোন অপারেটর, ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) বিটিআরসির এ নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করেছেন। তাঁরা প্রথম আলোকে বলেন, দুপুরে বিটিআরসি থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়। পরে দুটি লিখিত আদেশ পাঠানো হয়।
কয়েকটি সূত্র জানিয়েছে, লিখিত নির্দেশনায় সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধের কথা বলা হলেও মৌখিকভাবে ইন্টারনেট বন্ধের নির্দেশনা দেওয়া হয়। সে অনুযায়ী আইআইজিগুলো বেলা দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত এক ঘন্টা ইন্টারনেট সেবা বন্ধ রাখে। পরে বিটিআরসি থেকে ইন্টারনেট সেবা চালু করার কথা জানিয়ে দেওয়ার পর সেটা চালু করা হয়।
তবে ইন্টারনেট বন্ধের নির্দেশনার কথা অস্বীকার করেছেন বিটিআরসির চেয়ারম্যান প্রকৌশলী শাহজাহান মাহমুদ। তিনি প্রথম আলোকে বলেন, নিরাপত্তাজনিত কারণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অনুরোধে সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো বন্ধের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। এসব মাধ্যম বন্ধ করতে গিয়ে ইন্টারনেট নেটওয়ার্কের ওপর কিছুটা প্রভাব পড়তে পারে। তবে তা হবে সাময়িক।
চলতি বছরের জানুয়ারিতে বিএনপির অবরোধ কর্মসূচি চলার সময় ‘নিরাপত্তার’ কারণ দেখিয়ে ভাইবার, ট্যাংগো, হোয়াটসঅ্যাপ, মাইপিপল ও লাইন নামের পাঁচটি অ্যাপসের সেবা বন্ধ করে দেয় সরকার। তখন বলা হয়েছিল, বিরোধী রাজনৈতিক নেতা-কর্মীরা নিজেদের মধ্যে যোগাযোগের জন্য এসব অ্যাপস ব্যবহার করতেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমের ব্যবহার সীমিত বা বন্ধ করার বিষয়ে চলতি মাসের শুরুর দিকে ইঙ্গিত দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নেদারল্যান্ডস থেকে ফিরে গত ৮ নভেম্বর সংবাদ সম্মেলনে জঙ্গি অর্থায়নে সংশ্লিষ্ট ব্যক্তিদের ধরতে জটিলতার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ডিজিটাল করেছি। এর শুভ ফলও যেমন আছে, খারাপ ফলও আছে। আমরা থ্রি-জি ও ফোর-জিতে চলে গেছি। এ কারণে জঙ্গিরা ইন্টারনেট, ভাইবার থেকে শুরু করে নানা ধরনের অ্যাপস ব্যবহার করে জঙ্গি কার্যক্রম চালাচ্ছে। সে জন্য আমাদের চিন্তাভাবনা আছে, যদি খুব বেশি ব্যবহার করে হয়তো একটা সময়ের জন্য বা কিছুদিনের জন্য বন্ধ করে দেব। এই লিংকগুলো (জঙ্গি অর্থায়নের সূত্র) যাতে ধরা যায়।’
১১ নভেম্বর জাতীয় সংসদেও একই ধরনের বক্তব্য দেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘জঙ্গি-সন্ত্রাসীদের কোনোভাবে সহ্য করা হবে না। কিছুদিনের জন্য হলেও এটা বন্ধ করে সন্ত্রাসীদের যাতে ধরা যায় সে পরিকল্পনা সরকারের রয়েছে। অনির্দিষ্টকালের জন্য এটা বন্ধ করে সন্ত্রাসীদের চিহ্নিত করে ধরা হবে।

Tuesday, November 17, 2015



আরেক নক্ষত্র হারালো অস্ট্রেলিয়া ক্রিকেট

গত কয়েক মাস ধরেই যা ভাবছিলেন, তা অবশেষে চূড়ান্ত করলেন মিচেল জনসন। আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দিয়েছেন তিনি। নিউজিল্যান্ডের সাথে অস্ট্রেলিয়ার পার্থ টেস্ট শেষেই বল তুলে রাখবেন বাঁহাতি এই পেসার। তার বিদায়ের মাধ্যমে আরো এক নক্ষত্রের পতন ঘটছে অস্ট্রেলিয়ার ক্রিকেটে।

পার্থের ওয়াকায় নিউজিল্যান্ডের সাথে চলমান টেস্টের শেষেই নিজের অবসর কার্যকর হবে বলে নিশ্চিত করেছেন জনসন। অর্থাৎ মৌসুমের বাকি সময়টা তার আর খেলার কোনো সম্ভাবনাই নেই।


অস্ট্রেলিয়ার ইতিহাসের চতুর্থ সেরা টেস্ট উইকেট শিকারী হিসেবে অবসরে যাচ্ছেন জনসন। ৭৩ টেস্টে ৩১১ উইকেট নিয়েছেন তিনি। নতুনভাবে ক্রিকেট বিশ্ব শাসন করা অস্ট্রেলিয়া দলের অন্যতম শক্তিশালী অস্ত্র ছিলেন জনসন। দুই বছর আগে ৫-০ ব্যাবধানে অ্যাশেজ জয়ের পিছনে তারও গুরত্বপূর্ণ অবদান ছিলো।
অজিদের হয়ে জনসনের চেয়ে বেশি টেস্ট উইকেট নিয়েছেন কেবল ডেনিস লিলি (৩৫৫), গ্লেন ম্যাকগ্রা (৫৬৩) এবং শেন ওয়ার্ন (৭০৮)। এই তালিকায় জনসনই একমাত্র ক্রিকেটার ব্যাট হাতে যার সেঞ্চুরিও আছে।
২০০৯ সালে আইসিসির বর্ষসেরা ক্রিকেটারের খেতাব জিতেন জনসন। তবে ২০১০ সালে হঠাৎ করেই ফর্ম হারিয়ে বসেন তিনি। অ্যাশেজে ইংল্যান্ডের মাটিতে তিরস্কারও সহ্য করতে হয় তাকে। ২০১১ সালে পায়ের মারাত্মক এক ইনজুরিতে ক্যারিয়ারই শেষ হতে বসেছিলো জনসনের।
নিজের বিদায়ের ঘোষণায় জনসন বলেন, ‘আমার মনে হয় এখনই বিদায় বলার শ্রেষ্ঠ সময়। দেশের হয়ে প্রতিটি মুহূর্ত খেলতে পেরে আমি গর্বিত। ক্যারিয়ারের পুরোটা সময় আমার দারুণ কেটেছে। কিন্তু একটা না একটা সময় ঠিকই সব ফুরিয়ে আসবে। ওয়াকার মতো বিশেষ জায়গায় ক্যারিয়ার শেষ করতে পেরে আমি খুশি।’
জনসনের ওয়ানডে অভিষেক হয় ২০০৫ সালে। দুই বছর টেস্ট জার্সিও গায়ে উঠে তার। ৭৩ টেস্টে ৩১১ উইকেট নেয়ার পাশাপাশি ১৫৩ ওয়ানডেতে তার শিকার ২৩৯ উইকেট। ৬১ রানে আট উইকেট নেয়া তার টেস্ট সেরা বোলিংয়ের রেকর্ড। আর ওয়ানডে রেকর্ড ৩১ রানে ছয় উইকেট। জনসনের বিদায়ে অজি পেস আক্রমণ কিছুটা হলেও শক্তি হারালো।


.বাংলাদেশ বর্তমানে বিশ্বের অন্যতম নিরাপদ দেশ। ওয়াশিংটন ভিত্তিক জনমত জরিপ সংস্থা গ্যালাপের এক প্রতিবেদনে এ কথা জানানো হয়। খবর বাসসের।
বাসসের খবরে বলা হয়, ২০১৪ সালে ১৪১টি দেশের এক লাখ ৪২ হাজার মানুষের মতামতের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। তিনটি বিষয়কে সামনে রেখে এই জরিপ পরিচালনা করা হয়। এগুলো হলো পুলিশের ওপর আস্থা, রাতবিরেতে চলাফেরার ঝুঁকি ও চুরি-ডাকাতির ঘটনা। এই তিন বিষয়ে করা প্রশ্নের জবাবের ভিত্তিতে গ্যালাপের বিশ্বব্যাপী ‘গ্লোবাল ল অ্যান্ড অর্ডার রিপোর্ট’ শীর্ষক ওই প্রতিবেদন প্রকাশিত হয়েছে। প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে একমাত্র শ্রীলঙ্কাই বাংলাদেশের ওপরে রয়েছে।
প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশ বিশ্বের অন্যতম নিরাপদ দেশ হিসেবে ৭৮ পয়েন্ট নিয়ে যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়ার ওপরে অবস্থান করছে। নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের পরের অবস্থানের থাকা এ দেশ দুটির পয়েন্ট ৭৭। গত শুক্রবার সন্ত্রাসী হামলায় আক্রান্ত ফ্রান্স ৭৫ পয়েন্ট নিয়ে নিরাপদ দেশ হিসেবে বাংলাদেশের নিচে অবস্থান করছে। ৮৯ পয়েন্ট নিয়ে তালিকায় বিশ্বের সবচেয়ে নিরাপদ দেশ হিসেবে জায়গা করে নিয়েছে সিঙ্গাপুর। এরপর রয়েছে যথাক্রমে উজবেকিস্তান (৮৮ পয়েন্ট) ও হংকং (৮৭ পয়েন্ট)।
সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকির দেশ হচ্ছে লাইবেরিয়া ও ভেনেজুয়েলা। এই দুটি দেশের পয়েন্ট যথাক্রমে ৪০ ও ৪২। আঞ্চলিক পর্যায়ে ঝুঁকির মধ্যে থাকা লাতিন আমেরিকার ব্রাজিলের পয়েন্ট ৫২ ও মেক্সিকোর পয়েন্ট ৫৯।
দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলোর মধ্যে ভারতের পয়েন্ট ৬৭, পাকিস্তানের ৬০ এবং নেপাল ও ভুটানের ৭৩।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে কেবল শ্রীলঙ্কা ৭৯ পয়েন্ট নিয়ে এক পয়েন্টের ব্যবধানে বাংলাদেশের ওপরে অবস্থান করছে।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ৮৭ পয়েন্ট নিয়ে ইন্দোনেশিয়া রয়েছে তালিকার শীর্ষে। এ অঞ্চলের অন্য দেশগুলোর মধ্যে মালয়েশিয়া ৬৪, থাইল্যান্ড ৭৪ ও ভিয়েতনাম ৭২ পয়েন্ট পেয়েছে।

শক্তিশালী কোরিয়ার বিপক্ষে বাংলাদেশের জয়

জুনিয়র এশিয়া কাপ হকিতে জয়ের ধারায় আছে বাংলাদেশ। গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে ২-০ গোলে হারিয়েছে অসীম গোপের দল।

মালয়েশিয়ার ‍কুয়ানতানে মঙ্গলবার বাংলাদেশের দুই গোলদাতা সারোয়ার হোসেন ও মিলন হোসেন।

প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে হারা বাংলাদেশ অধিনায়ক অসীম প্রতিশ্রুতি দিয়েছিলেন ‘বি’ গ্রুপের দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ানোর। ওমানকে ৫-৪ গোলে হারিয়ে সে প্রতিশ্রুতি রাখে তার দল। দক্ষিণ কোরিয়ার বিপক্ষে ম্যাচেও দাপট দেখিয়েছে বাংলাদেশ।

২৫তম মিনিটে সারোয়ারের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। ১-০ স্কোরলাইন ধরে রেখে প্রথমার্ধ শেষ করে মাহবুব হারুনের দল।

দ্বিতীয়ার্ধে আরও এক গোল দিয়ে দক্ষিণ কোরিয়াকে কোণঠাসা করে ফেলে বাংলাদেশ। ৪৬তম মিনিটে লক্ষ্যভেদ করেন মিলন।

‘বি’ গ্রুপে এটি বাংলাদেশের ম্যাচে এটি দক্ষিণ কোরিয়ার দ্বিতীয় হার। ওমানকে হারিয়ে টুর্নামেন্ট শুরুর পর পাকিস্তানের কাছে গ্রুপের দ্বিতীয় ম্যাচে হেরেছিল তারা।

দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ‘বি’ গ্রুপে দ্বিতীয় হয়েছে বাংলাদেশ। সেমি-ফাইনালে ওঠার লড়াইয়ে ‘এ’ গ্রুপের তৃতীয় স্থানে থাকা দলের সঙ্গে খেলবে তারা।

Monday, November 9, 2015



জিম্বাবুয়ে বিপক্ষে তৃতীয় ওয়ানডের জন্য অপরিবর্তিত রাখা হয়েছে বাংলাদেশ দল।

সিরিজের আগে ঘোষিত প্রথম দুই ওয়ানডের চূড়ান্ত দল থেকে অবশ্য এর মধ্যেই পরিবর্তন এসেছে দুটি। পাঁজরের চোট নিয়ে সিরিজের আগেই ছিটকে যাওয়া সৌম্য সরকারের জায়গায় ফিরেছিলেন ইমরুল কায়েস। সোমবার দ্বিতীয় ওয়ানডে ৭৬ রান করে ম্যান অব দা ম্যাচও তিনি।
প্রথম ওয়ানডেতে ক্যারিয়ারের প্রথমবার ৫ উইকেট পা্ওয়া সাকিব আল হাসান যুক্তরাষ্ট্রে গেছেন প্রথম সন্তানের মুখ দেখতে। তার জায়গায় নেওয়া হয়েছে এনামুল হককে।
দ্বিতীয় ওয়ানডে জিতে জিম্বাবুয়ের বিপক্ষের তিন ম্যাচের সিরিজ এরই মধ্যে নিজেদের করে নিয়েছে বাংলাদেশ। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডেতে ১৪৫ রানে জয়ের পর সোমবার দ্বিতীয় ওয়ানডেতে ৫৮ রানের জয় পায় মাশরাফি বিন মুর্তজার দল।
আগামী বুধবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।


নিজেদের ক্রিকেট ইতিহাসে প্রথমবার টানা পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জয়ের কীর্তি গড়ল বাংলাদেশ।

গত বছর নভেম্বর-ডিসেম্বরে জিম্বাবুয়েকে হারিয়ে শুরু হয়েছিল বাংলাদেশের এই অবিস্মরণীয় জয়যাত্রা। ৫ ম্যাচের সেই সিরিজে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করার পর গত এপ্রিলে পাকিস্তানকে স্বাগতিকরা হোয়াইটওয়াশ করে ৩ ম্যাচের সিরিজে। এরপর বাংলাদেশের সাফল্য রথে পিষ্ট হয়েছে পরে ভারত ও দক্ষিণ আফ্রিকাও।
জয়রথ থামেনি সেখানেই, ছুটতে ছুটতে এবার পৌঁছে গেল নতুন ঠিকানায়। যে দলকে হারিয়ে শুরু, সেই জিম্বাবুয়েকে হারিয়েই বাংলাদেশ গড়ল নতুন ইতিহাস। এই প্রথম পাঁচটি দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতল বাংলাদেশ।
বাংলাদেশের অধিনায়ক হিসেবে মাশরাফি বিন মুর্তজার নতুন মেয়াদ শুরু হয়েছিল সাফল্য দিয়ে। এই পাঁচটি সিরিজ জয়েই নেতৃত্ব দিয়েছেন অনুপ্রেরণাদায়ী অধিনায়ক। দ্বিতীয় মেয়াদে এখনও ওয়ানডে সিরিজ হারেননি অধিনায়ক মাশরাফি।
বাংলাদেশ প্রথম ওয়ানডে খেলার স্বাদ পেয়েছিল ১৯৮৬ এশিয়া কাপে। পরের এক যুগ ওয়ানডেতে অংশগ্রহণ সীমাবদ্ধ ছিল বিভিন্ন টুর্নামেন্টেই। দ্বিপাক্ষিক সিরিজ প্রথম খেলেছে বাংলাদেশ ১৯৯৯ সালে; দেশের মাটিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২ ম্যাচের সিরিজ। প্রথম সিরিজ জয় ২০০৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে। এখন তো সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেটের নিয়মিত ব্যাপার।
এর আগে দুই দফায় টানা চারটি করে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। প্রথমবার ২০০৬-০৭ মৌসুমে। কেনিয়ায় জিতেছিল ৩-০ ব্যবধানে, এরপর দেশের মটিতে জিম্বাবুয়ের বিপক্ষে ৫-০ ব্যবধানের জয়। স্কটল্যান্ডকে ২-০ ব্যবধানে হারানোর পর জিম্বাবুয়েতে গিয়ে জিতেছিল ৩-১ ব্যবধানে। ২০০৭ বিশ্বকাপের পর ভারতের কাছে হেরে ছেদ পড়ে সেই ধারায়।
টানা চার সিরিজ জয়ের স্বাদ আরেকবার মিলেছিল ২০০৯ সালে। দেশের মাটিতে জিম্বাবুয়েকে বাংলাদেশ হারিয়েছিল ২-১ ব্যবধানে। ওয়েস্ট ইন্ডিজে গিয়ে খর্বশক্তির দলের বিপক্ষে জয় ৩-০ ব্যবধানে। এরপর জিম্বাবুয়েতে গিয়ে ও দেশের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই সিরিজ জয়ই ৪-১ ব্যবধানে। সেবার জয়ের ধারা থেমেছিল নিউ জিল্যান্ডে গিয়ে ৩ ম্যাচেই হেরে।
দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ টানা জয়ের বিশ্বরেকর্ড ছুঁতে হলে অবশ্য বাংলাদেশকে পাড়ি দিতে হবে আরও ঠিক এই সমান পথ। টানা ১০টি সিরিজ জয়ের রেকর্ড আছে অস্ট্রেলিয়ার, ২০০২-০৩ থেকে ২০০৪ পর্যন্ত। আরেক দফায় অস্ট্রেলিয়ার জিতেছে টানা ৯ সিরিজ, ২০০৮ থেকে ২০০৯। বিভিন্ন দলের টানা ৬ সিরিজ জয়ের ঘটনা আছে ৯টি।
টানা সিরিজ জয়ের সংখ্যাতে নিজেদের রেকর্ড তো বাংলাদেশ গড়লই। আগে সিরিজ জেতা দলগুলির সঙ্গে এবারের দলগুলির তুলনাই বলে দেবে এবার জয় কতটা এগিয়ে, কতটা আলাদা!
এই দ্বিপাক্ষিক সিরিজগুলি জয়ের মাঝে আছে প্রথমবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলার সাফল্য। শুধু ওয়ানডেই নয়, গত জিম্বাবুয়ে সিরিজ থেকে এই পর্যন্ত টেস্টেও বাংলাদেশ রেখেছে উন্নতির ছাপ। এই সময়ে ৮ টেস্টের ৩টিতে জিতেছে বাংলাদেশ, ড্র ৪টি। হার মাত্র একটি! সব মিলিয়ে বাংলাদেশের ক্রিকেট কাটাচ্ছে ইতিহাসের সেরা সময়।

Categories

Blog Archive

Powered by Blogger.

Sample text

Social Icons

Featured Posts

Total Pageviews

Search This Blog

Translate

Popular Posts

Recent Posts

Text Widget

Followers