Sunday, November 8, 2015


রাতেই যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন সাকিব

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে বাকি দুই ম্যাচে আর খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। বাংলাদেশের এই অলরাউন্ডারকে পারিবারিক প্রয়োজনে রবিবার রাতেই উড়ে যেতে হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রে। সেখানে আছেন তার সন্তানসম্ভবা স্ত্রী উম্মে আহমেদ শিশির। প্রথম সন্তানের অপেক্ষায় আছেন এই জুটি।

শনিবার প্রথম ওয়ানডেতে ৫ উইকেট নিয়েছেন সাকিব। ক্যারিয়ারে প্রথমবারের মতো পেয়েছেন ৫ উইকেট। ওই ম্যাচেও হয়তো খেলা হতো না সাকিবের। তিনি তো যুক্তরাষ্ট্রেই ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছ থেকে ছুটি নিয়ে। কিন্তু স্ত্রী শিশিরও একরকম জোর করে দেশের পক্ষে খেলতে পাঠান সাকিবকে। আর সিরিজের প্রথম ওয়ানডেতেই দারুণ সাফল্য সাকিবের।
 
সাকিব বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী। শিকার সংখ্যা ২০৬। ওয়ানডেতে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ উইকেটশিকারী আব্দুর রাজ্জাক। তার শিকার ২০৭ উইকেট। সিরিজটা খেললে আর দুই উইকেট পেলে সাকিব হয়ে যেতে পারতেন বাংলাদেশের ওয়ানডে ইতিহাসের সর্বোচ্চ উইকেটশিকারী। কিন্তু তার অপেক্ষা বাড়ল।

আপাতত দেশের দায়িত্ব নয়, পরিবারের দায়িত্বই পালন করা বেশি জরুরি সাকিবের জন্য। পৃথিবীতে আসার অপেক্ষায় আছে তার কন্যাসন্তান।

0 comments:

Post a Comment

Categories

Blog Archive

Powered by Blogger.

Sample text

Social Icons

Featured Posts

Total Pageviews

Search This Blog

Translate

Popular Posts

Recent Posts

Text Widget

Followers